শারজাহতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান দলের ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয়হীনতাকেই মূল দায়ী করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রথম ১০ ওভার আমরা ভালো বোলিং করতে পারিনি। সেটির খেসারত দিতে হয়েছে।”
বাংলাদেশের ইনিংস শুরু হয়েছিল একদম স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ঝড় তুলেন প্রথম ১১ ওভারে ১০৯ রান তুলতে। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে আফগানদের মনে হচ্ছিল কোনো সমস্যা হবে না। কিন্তু ওপেনারদের বিদায়ের পর হঠাৎই টপ অর্ডারের ছয় ব্যাটার মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন।
রশিদ খান ম্যাচ পর্যালোচনায় বলেন, “টি-টোয়েন্টিতে ছন্দ হারালে ম্যাচে ফিরে আসা খুব কঠিন। আমাদের প্রথম ১০ ওভারে ঠিকঠাক বোলিং হয়নি। যখনই আমরা নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটারদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।”
তিনি আরও বলেন, ব্যাটাররা সহজে উইকেট হারিয়েছে এবং আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। “আমাদের মূল লক্ষ্য এখন বিশ্বকাপের প্রস্তুতি। ব্যাটারদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া। চাপের মধ্যে শট বাছাই করতে গিয়ে ভুল হলে ফলও আসে।”
অপরদিকে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর মূল অবদান ছিল রশিদ খানের লেগস্পিনে। তিনি মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে দলের জন্য এক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ হিসেবে অধিনায়ক হিসেবে রশিদের পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব।
ফলে, ম্যাচের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে আধিপত্য বজায় রাখে। তবে আফগান অধিনায়ক আশা প্রকাশ করেন যে, পরবর্তী ম্যাচগুলোতে দলের ব্যাটিং আরও দৃঢ় হবে এবং বিশ্বকাপের প্রস্তুতি আরও নিখুঁত হবে।
পাঠকের মন্তব্য