ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের মন্দির ও পূজামণ্ডপে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, ঘট স্থাপন, বিশেষ পূজা এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়েছে। এ সময় ভক্তদের শঙ্খ, ঢাক ও কাঁসরের শব্দে মুখরিত হয় পরিবেশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন হবে। শুধু ঢাকা মহানগরীতেই ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল উৎসব, আর ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।