• হোম > দেশজুড়ে > মহালয়ার সঙ্গে শুরু হলো দুর্গোৎসবের দিন গণনা

মহালয়ার সঙ্গে শুরু হলো দুর্গোৎসবের দিন গণনা

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১
  • ৩৭

---

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের মন্দির ও পূজামণ্ডপে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, ঘট স্থাপন, বিশেষ পূজা এবং ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়েছে। এ সময় ভক্তদের শঙ্খ, ঢাক ও কাঁসরের শব্দে মুখরিত হয় পরিবেশ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন হবে। শুধু ঢাকা মহানগরীতেই ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল উৎসব, আর ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4901 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:16:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh