বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব গঠনের পথ উন্মুক্ত হলো।
এর আগে গত সপ্তাহে বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল
-
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
-
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
-
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
-
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
-
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
-
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
-
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
-
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
-
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
-
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
-
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল প্রকাশ
বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। বর্তমানে বোর্ডের ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে রয়েছেন ৭৬ জন। বোর্ডের মোট ২৫ পরিচালক পদের মধ্যে ১২ জন নির্বাচিত হন ক্লাব ক্রিকেট থেকে। এছাড়া বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকবেন ১০ জন প্রতিনিধি।
পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন।
এই নির্বাচন শুধু বোর্ডের প্রশাসনিক কাঠামো নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যত দিকনির্দেশনাও নির্ধারণ করবে। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ায় নির্বাচনের প্রতি সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও আগ্রহ ও নজর থাকবে।
পাঠকের মন্তব্য