আগামীকাল ৯ই সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএমপি জানায়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র নিম্নোক্ত গাড়িগুলো চলাচল করতে পারবে:
১. শাহবাগ থানা এসি
২. রমনা থানা এসি
৩. লালবাগ থানা এসি
৪. শরীয়তপুর হল এসি
৫. পুলিশ ভ্যান
এছাড়া বিশেষ প্রয়োজনে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি প্রবেশ করতে পারবে।
ডিএমপি কমিশনার মো. আঞ্জুমান আরশি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকসু নির্বাচনের দিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঠকের মন্তব্য