রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় গোটা দেশ রীতিমতো বিস্মিত। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না বলে সতর্ক করা হয়েছে।
মুফতী গিয়াস উদ্দিন তাহেরীও ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “যদি তার জীবনে অন্যায় কিংবা শিরক থাকে, তাকে ইসলামের আইনে বিচার করা উচিত ছিল, কিন্তু তার মরদেহ পোড়ানো হলো।”
তাহেরী আরও বলেন, “এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে একজন মুসলমানের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কি বাংলাদেশ দেখছি আমরা?”
এ ঘটনায় গোয়ালন্দে সংঘর্ষের এক পর্যায়ে রাসেল মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
পাঠকের মন্তব্য