সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সার্জিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান তারা। বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে নেতারা নুরের সঙ্গে দেখা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে সাম্প্রতিক হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর আল রাজী টাওয়ার এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরসহ একাধিক নেতাকর্মী। আহত অবস্থায় সংগঠনের নেতারা নুরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মানবিক উদ্বেগ
চিকিৎসাধীন নুরের পাশে রাজনৈতিক প্রতিপক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের অবস্থান মানবিক দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, রাজনৈতিক মতভেদ থাকলেও প্রতিপক্ষের দুঃসময়ে পাশে দাঁড়ানো গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
পাঠকের মন্তব্য