ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চে এ রিটটি দায়ের করা হয়। আজই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে। রিটের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া আদালতে শুনানি করবেন।
প্রার্থিতা চ্যালেঞ্জের কারণ
ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম এই রিট আবেদন করেন।
রিটে বলা হয়েছে—ফরহাদ অতীতে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। প্রশ্ন তোলা হয়েছে, ছাত্রলীগের নেতৃত্বে থাকার পর তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হতে পারেন। এ কারণেই তার প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়েছে।
অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেল
এবারের নির্বাচনে বাম সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এই প্যানেলে রয়েছে—
-
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ
-
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
-
বাংলাদেশ ছাত্রলীগ–বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন)
তারা বলছে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিকে ডাকসুর নেতৃত্বে আসতে দেওয়া যাবে না।
শিবিরের অংশগ্রহণ
অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির এবারের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী দিয়েছে।
-
ভিপি পদে: সাদিক কায়েম
-
জিএস পদে: এস এম ফরহাদ
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে ঘিরে ইতিমধ্যেই নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে শিবির প্রার্থীদের অংশগ্রহণকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রেক্ষাপট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বাম, ডান ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তবে শিবিরের প্রার্থিতা নিয়ে বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের রায়ে ফরহাদের প্রার্থিতা বহাল থাকবে নাকি বাতিল হবে, তার ওপর নির্ভর করবে নির্বাচনের একটি বড় দিকনির্দেশনা।
পাঠকের মন্তব্য