বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদ ঠেকাতে হলে কেবল সংবিধান বা বিধি-বিধান নয়, জনগণের সরাসরি ভোটের কোনো বিকল্প নেই।
আজ মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র বা সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে। লিখিত আইন দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়।
ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছু রাজনৈতিক দলের মন্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন তুলেছে। গণতান্ত্রিক শক্তির মধ্যে দূরত্ব তৈরি হলে ‘পরাজিত ফ্যাসিস্ট চক্র’ পুনরায় সুযোগ পাবে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। অতীতে স্বৈরশাসনের সময়ে গণতান্ত্রিক কর্মী বা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী কেউ নিরাপদে ছিলেন না, আবারও সেই পরিস্থিতি এলে দেশ সমস্যায় পড়বে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
১৯৮০ সালের ১৯ আগস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতারা দুপুরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পাঠকের মন্তব্য