পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন (২১) ও তার বড় ভাই মো. আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে আলামিন ও আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে।
গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারধর করেন। এক পর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয় গুরুতর জখম হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই আশরাফ আলী ৮ আগস্ট মামলা দায়ের করেন। মামলায় আলামিনকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১১ জনকে আসামি করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য