রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে আল নাসরের দাপুটে জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভেকে ৪-০ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।
শনিবার পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির আগে ৪৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পর্তুগিজ তারকা।
আগামী রোববার স্পেনে আলমেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আল নাসর। এর আগে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা, যেখানে একটি গোল করেছিলেন রোনালদো।
পাঠকের মন্তব্য