বরিশালে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙা ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবা আধুনিকায়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অবরোধ শুরু হয়। এর ফলে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
টানা ১৪ দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করা হলো। এর আগে শুক্রবার প্রায় সাড়ে ৭ ঘণ্টা সড়ক অবরোধ ছিল।
অবরোধে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যান আটকা পড়ে। এতে বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়ে হাজারো মানুষ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সমস্যার সমাধানে আলোচনা চলছে। তবে আন্দোলনকারীরা বলছেন, স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার হবে না।
পাঠকের মন্তব্য