৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, “৫ আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই। আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতায় সব অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সরকার সব সময়ই সতর্ক থাকে, এজন্য নিয়মিত সভা-সমন্বয় করা হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়।”
বিশেষ অভিযান চলমান
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চলমান বিশেষ অভিযান দেশব্যাপী পরিচালিত হচ্ছে এবং তা আসন্ন নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে এবং অবশিষ্ট উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিশোর অপরাধ ও মব সহিংসতা নিয়েও সতর্কতা
মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় কিশোর অপরাধের প্রসঙ্গে তিনি বলেন, “এই সমস্যা মোকাবেলায় পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।”
মব সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, “পূর্বের তুলনায় এমন সহিংসতা কমেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে—কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”
সভায় উপস্থিত ছিলেন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মন্তব্য