সংবাদ বিজ্ঞপ্তি
২০২৫ সালের ১০ জুলাই ঢাকাস্থ রাশিয়ান হাউজে ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক মূল্যবোধ এবং সুদৃঢ় সম্পর্কের গুরুত্বকে তুলে ধরতে আয়োজিত এই উৎসবে তিনটি পরিবারকে “হ্যাপি ফ্যামিলি” সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সম্মাননা তাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ঐতিহ্যবাহী পারিবারিক বন্ধনের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।
আনুষ্ঠানিক পর্বের পরে, রাশিয়ার নিঝনি নোভগোরদ স্টেট লিংগুইস্টিক ইউনিভার্সিটির অধ্যাপক এন. এ. কালিনা ও ই. এ. চেরনোসোভা রাশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। তারা রাশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী রাশিয়ান গান, যা পুরো পরিবেশকে করে তোলে আরও আনন্দঘন ও উৎসবমুখর।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ত্রেতিয়াকভ গ্যালারির ১৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ চিত্রপ্রদর্শনী। এই প্রদর্শনীতে গ্যালারির বিখ্যাত শিল্পকর্মের প্রতিলিপি প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের রুশ চিত্রকলার অনন্য সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
দিনটির সমাপ্তি ঘটে “রাশিয়া: একটি অন্তরদৃষ্টি” সিরিজের অন্তর্ভুক্ত আরটি ডকুমেন্টারির প্রামাণ্যচিত্র “কামচাটকা” প্রদর্শনের মধ্য দিয়ে। এই প্রামাণ্যচিত্রে রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক বিস্ময়কর অঞ্চলের চিত্র তুলে ধরা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রবাসী রুশ নাগরিক, স্থানীয় বাসিন্দা এবং রাশিয়ান হাউজের অতিথিরা অংশগ্রহণ করেন। সকলে এক উষ্ণ, বন্ধুত্বপূর্ণ ও পারিবারিক পরিবেশে দিনটি উপভোগ করেন এবং অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।