Entrepreneur Bangladesh এর নতুন টকশো সিরিজ “Founder’s Journey”, যেখানে আমরা জানবো বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প। প্রথম পর্বে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের বাণিজ্য নীতিনির্ধারণ ও এসএমই উন্নয়ন খাতের একজন বরেণ্য ব্যক্তিত্ব, জনাব ইকবাল জামাল জুয়েল।
তিনি ১৯৯৬ সাল থেকে নানা আন্তর্জাতিক ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপস্থাপনায় আছেন তানজিয়া আজমি বহ্নি।
ই-ক্যাব নির্বাচন সংকট: ইকবাল হাসান জুয়েলের দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ পথনকশা ও সংগঠনগত গণতন্ত্রের চ্যালেঞ্জ
- SME নির্বাচন ও নীতিমালা
- ই-কমার্স আইন ও নির্বাচন
- ই-কমার্স নির্বাচন বাংলাদেশ
- ই-কমার্স সংগঠন নির্বাচন সংকট
- ই-ক্যাব নির্বাচন বিধিমালা
- ই-ক্যাব নির্বাচন স্থগিত
- ই-ক্যাব নির্বাচন ২০২৫
- ইকবাল হাসান জুয়েল সাক্ষাৎকার
- ডিজিটাল ব্যবসা পরিবেশ বাংলাদেশ
- নির্বাচনী দ্বন্দ্ব ও ব্যবসায় প্রভাব
- বাংলাদেশ ই-কমার্স নীতি
- বাংলাদেশ ই-কমার্স সেক্টরের সমস্যা
- বাণিজ্য সংগঠন নির্বাচন
- ভ্যাট ও ট্যাক্স বাজেট ২০২৫-২৬