![]()
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল মঙ্গলবার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, বিমানটি সকাল ৮টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। পরিকল্পনা অনুযায়ী, একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করবে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহৃত হয়। এর শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে ঢাকা–লন্ডন ট্রান্সফার সম্পূর্ণ নিরাপদভাবে করা সম্ভব।
কাতার সরকারের সহযোগিতায় ভাড়া নেওয়া এই বিমানে প্রয়োজনীয় সব চিকিৎসা সরঞ্জাম থাকবে। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না, তা পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন উল্লেখ করেছেন, বর্তমানে রোগীর স্বাস্থ্য পরিস্থিতি নিরীক্ষিত হচ্ছে এবং তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মন্তব্য