![]()
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চলছে টানা চ্যালেঞ্জ, অপেক্ষা আর অনিশ্চয়তার দীর্ঘ পথ। তার স্বাস্থ্যগত জটিলতা যেমন স্থিতিশীল হতে চাইছে না, ঠিক তেমনি লন্ডনে উন্নত চিকিৎসার প্রস্তুতিও মিলছে একাধিক বাধার মুখে। তবে সবকিছু অতিক্রম করে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেকোনো মুহূর্তে ঢাকার উদ্দেশে রওনা দিতে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রেখে তিনি জানান, বেগম জিয়ার মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ঊড়ে আসবে। তিনি বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে সেই মুহূর্তেই রয়্যাল অ্যাম্বুলেন্স রওনা হবে। কাতার কর্তৃপক্ষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে—আমাদের এখানে কিছুই করার নেই।”
আরো উল্লেখ করেন, এই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আনা হচ্ছে কাতারের উদ্যোগেই। অত্যাধুনিক লাইফ সাপোর্ট সুবিধাসম্পন্ন এই অ্যাম্বুলেন্স আন্তর্জাতিক মানের জরুরি চিকিৎসা পরিবহনের জন্য প্রস্তুত।
স্বাস্থ্যের অবস্থা এখনও অপরিবর্তিত
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, তিনি এখনো ‘ফ্লাইযোগ্য’ অবস্থায় পৌঁছাতে পারেননি। এমন অবস্থায় লন্ডনে চিকিৎসার সময় নির্ধারণ বারবার পিছিয়ে যাচ্ছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তার শারীরিক অবস্থার আপডেট বিশ্লেষণ করছেন। গত দুই দিনে করা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা–নিরীক্ষার ফলাফলও বোর্ড পর্যালোচনা করছে।
গতকাল শুক্রবারও দুই দফা বৈঠক করেছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা, যেখানে তার শারীরিক অগ্রগতি, ঝুঁকি এবং নিরাপদে বিদেশে নেওয়ার দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়।
হাসপাতালেই টানা চিকিৎসাধীন
২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা পরিচালনা করছেন, সেই বোর্ডে যোগ দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও।
খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় এসে সরাসরি হাসপাতালে পৌঁছান। তিনি বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে চিকিৎসা প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন।
উদ্বেগ, অপেক্ষা এবং প্রার্থনার মুহূর্ত
খালেদা জিয়ার দীর্ঘদিনের জটিল স্বাস্থ্য–সংকট শুধু তার পরিবারের জন্যই নয়, দেশের লাখো মানুষের জন্যও এক ধরণের মানসিক চাপের মতো। প্রতিদিন নতুন করে পরীক্ষার ফলাফলের অপেক্ষা, এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি, আর ফ্লাইযোগ্য অবস্থার অনিশ্চয়তা—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত মানবিক আবেগঘন হয়ে উঠেছে।
পরিবার ও সমর্থকেরা প্রার্থনা করছেন বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য, আর মেডিকেল বোর্ড চেষ্টা করছে তাকে নিরাপদে উন্নত চিকিৎসার পথে পাঠানোর।
পাঠকের মন্তব্য