![]()
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ক্রেমলিনে বৈঠকে বসার আগে ইউরোপের সঙ্গে সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু যদি ইউরোপ সংঘাত শুরু করে, রাশিয়া এখনই প্রস্তুত।”
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস–এর বরাত দিয়ে সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, সন্ধ্যায় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নিতে ক্রেমলিনের উদ্দেশে রওনা হওয়ার আগে পুতিন এ মন্তব্য করেন। তার আগে তিনি মস্কোর বাইরে এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দেন।
পুতিন অভিযোগ করেন, ইউক্রেনের ঘনিষ্ঠ ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, “তাদের কোনো শান্তির এজেন্ডা নেই, তারা যুদ্ধের দিকেই ঝুঁকছে।”
রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, রুশ বাহিনী ইউক্রেনের পোকরভস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, যা তাদের সামরিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবস্থান। পাশাপাশি তিনি ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর হুমকি দেন এবং ইউক্রেনকে সমর্থনকারী বিদেশি পতাকাবাহী ট্যাংকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
পুতিনের ভাষ্যে, “ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করতে পারলে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো দস্যুবৃত্তিমূলক কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে।”
এদিকে এর আগে তুরস্কের উপকূলে রুশ পতাকাবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলার অভিযোগ ওঠে, যদিও ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করেছে।
পাঠকের মন্তব্য