![]()
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের আওতায় মঙ্গলবার দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
হাসপাতাল ও দলীয় সূত্র জানায়, দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফের সাতজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার দায়িত্ব নেন। এ সময় পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ এবং মেজর আহনাফও সেখানে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, পিজিআর সদস্যরা হাসপাতালের পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের আশপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা তৎপরতা পরিচালনা করছেন।
তবে মোট কতজন সদস্য দায়িত্বে আছেন বা নিরাপত্তার সুনির্দিষ্ট ব্যবস্থা কী—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পাঠকের মন্তব্য