![]()
দেশব্যাপী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষের সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন,
“বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা আসছে, আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”
তারেক রহমান জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, কূটনীতিক, রাজনৈতিক মিত্র, আন্তর্জাতিক বন্ধুসংঘ এবং অজস্র সাধারণ মানুষের অশেষ দোয়া ও শুভকামনা তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।
তিনি লিখেছেন,
“বাংলাদেশের মানুষের ভালোবাসা, উদ্বেগ ও প্রার্থনা আমাদের আবেগকে ছুঁয়ে যাচ্ছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রধান শক্তি।”
খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ একাধিক রোগে ভুগছেন।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। দুই দিন পর, ২৩ নভেম্বর, তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, পাশাপাশি লিভার ও কিডনির পুরনো জটিলতাও নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান,
“ম্যাডামের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশনে—তার অবস্থা এখন অত্যন্ত নাজুক। আমরা শুধু দেশবাসীর কাছে দোয়া চাই।”
চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ দুপুরে তার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঐক্য, সহমর্মিতা ও মানবিকতার বার্তা
তারেক রহমান তার পোস্টে আরও লেখেন,
“মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে যে ঐক্য, সহমর্মিতা এবং সংহতি আমরা দেখছি—তা আমাদের জন্য এক বিশাল শক্তি।”
তিনি দেশবাসী, প্রবাসী বাংলাদেশি, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“মানবিকতার এই মুহূর্তে প্রতিটি মানুষের সমর্থন আমাদের কাছে অমূল্য।”
পাঠকের মন্তব্য