![]()
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইউক্রেন যুদ্ধ শেষ করার ভবিষ্যৎ কোনো চুক্তির ভিত্তি হতে পারে। তবে তিনি পরিষ্কারভাবে বলেছেন, রাশিয়া দাবি করা ভূখণ্ড থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ থামানো হবে না। তার ভাষায়, কিয়েভ এসব অঞ্চল থেকে সেনা না সরালে রুশ বাহিনী শক্তি প্রয়োগ করে আরও এলাকা দখল করবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।—রয়টার্স।
পুতিন জানান, আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করবে। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ক্রেমলিন প্রস্তুত।’
রুশ প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধক্ষেত্রে এখন রাশিয়ার অবস্থান সুদৃঢ়, এবং যুদ্ধ শেষ হবে তখনই, যখন ইউক্রেন দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি সরে না দাঁড়ায়, তবে রাশিয়া বল প্রয়োগেই লক্ষ্য অর্জন করবে।
উল্লেখ্য, রাশিয়া বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে—যার মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার বেশ কিছু এলাকা রয়েছে। মস্কো এসব চারটি অঞ্চল সম্পূর্ণভাবে হস্তান্তরের দাবিতেই অটল রয়েছে।
পাঠকের মন্তব্য