
চার দিনের ব্যবধানে আবারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আগের মতো এবারও কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) কম্পনের তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় আবহাওয়া দফতরের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩.৬ এবং উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩১ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, গভীরতা ১০ কিলোমিটার।
এর আগে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ড স্থায়ী একটি ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এলাকার উৎপত্তিস্থল হওয়া সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে সারাদেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়।
পাঠকের মন্তব্য