![]()
ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন ঘরে বসেই মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করা যাবে। এ জন্য নতুন ডিজিটাল পদ্ধতি চালু করেছে ডিটিসিএ।
কীভাবে রিচার্জ করবেন?
ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর:
-
রিচার্জ অপশন নির্বাচন করুন।
-
র্যাপিড পাস নাকি এমআরটি পাস—যে কার্ড রিচার্জ করতে চান তা বেছে নিন।
-
ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোনো মাধ্যম দিয়ে পেমেন্ট করুন।
-
পেমেন্ট সম্পন্ন হলে স্টেশনে স্থাপন করা নতুন এভিএম (AVM) যন্ত্রে কার্ড টাচ করলেই রিচার্জ কার্যকর হবে।
অতিরিক্ত চার্জ ও বৈধতা
-
অনলাইন পেমেন্টে নির্ধারিত সার্ভিস চার্জ দিতে হবে।
-
অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে টাচ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে—বৈধতা ৩ মাস।
-
৩ মাসের মধ্যে টাচ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত যাবে, তবে ১০% সার্ভিস ফি কেটে নেওয়া হবে।
-
চাইলে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলও করতে পারবেন—সেক্ষেত্রেও ১০% চার্জ প্রযোজ্য।
নতুন যন্ত্র বসানো
ডিটিসিএ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনে ২১ ও ২২ নভেম্বর ৩২টি এভিএম যন্ত্র স্থাপন করা হবে। এগুলোতেই অনলাইন রিচার্জ হালনাগাদ করতে হবে।
কেন এভিএম-এ টাচ করতে হবে?
বর্তমানে কার্ডের সব তথ্য সরাসরি কার্ডেই সেভ থাকে এবং গেটের সেন্সর তা পড়ে নেয়।
কিন্তু অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকবে।
তাই:
-
সাধারণ গেটে টাচ করলে রিচার্জ দেখা যাবে না
-
এভিএম মেশিনে টাচ করলেই কার্ড আপডেট হবে
মেট্রোরেলে এমআরটি/র্যাপিড পাস ব্যবহার
-
এই কার্ড ব্যবহার করলে যাত্রীরা ১০% ছাড় পান
-
বর্তমানে ৫৫% যাত্রী স্থায়ী কার্ড ব্যবহার করেন
-
৪৫% যাত্রী একক ট্রিপ কার্ড নেন
যাত্রী পরিবহন ও সময়সূচি
-
পূর্ণ সক্ষমতায় প্রতি সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন চললে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী পরিবহন সম্ভব।
-
বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৪.৭৫ লাখ যাত্রী যাতায়াত করেন।
-
আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় আরও কমিয়ে যাত্রী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পাঠকের মন্তব্য