![]()
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ইসলামের শিক্ষা নয়। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা বা জান্নাতের টিকিট বিক্রির মতো বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা কখনোই ইসলাম সমর্থন করে না।
শনিবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব বিষয় জনগণের সামনে আরো বেশি করে তুলে ধরার প্রয়োজন আছে।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এতদিন ‘পিআর’ ইস্যুতে জনগণকে ভুল পথে পরিচালিত করেছে। এখন আবার সেই দলের অবস্থান নরম হয়ে গেছে। মানুষকে ভুল তথ্য দিয়ে পরিচালিত করা ইসলামের কোথাও উৎসাহিত করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র এখনো পুরোপুরি ফেরেনি; সংকট কাটেনি। তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আনার সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত বিজয়ও পূর্ণ হবে না। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি ঐক্যের আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের দমন-পীড়নে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে তবেই সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার সুরক্ষিত হবে।
সভায় অন্যান্য বক্তারাও নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং গণশিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
পাঠকের মন্তব্য