![]()
রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘গত ১০ মাসে রাজধানীতে গড়ে মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ।’
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনায় এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তার করা গেলে ঘটনাটির পূর্ণ চিত্র জানা যাবে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২-এর সি ব্লকের একটি দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়া (৪৭)কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজন অস্ত্রধারী ঢুকে দ্রুত গুলি চালায়। দুজনের গায়ে শার্ট, একজনের পাঞ্জাবি—সবার মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। দোকানে উপস্থিত ৯ জন কেউই প্রতিরোধ করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ড সংঘটিত করে তারা পালিয়ে যায়।
পাঠকের মন্তব্য