![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শেখ হাসিনার রায় ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু সরকার অপ্রত্যাশিত যেকোনো পরিস্থিতি ঠেকাতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
নিজের বাসায় হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি আতঙ্কিত নন; বরং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
রিজওয়ানা হাসান আরও বলেন, যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তারা পরিস্থিতিকে কোনোভাবেই অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না। সরকার দৃঢ়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর।
পাঠকের মন্তব্য