![]()
গণঅধিকার পরিষদ (জিওপি) জানিয়েছে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৪ সালের ডামি প্রার্থী বা পূর্ববর্তী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চায় না। পাশাপাশি দলটি নির্বাচন কমিশনের সংলাপে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে না ডাকার দাবি জানিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এই দাবি তুলে ধরেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, “নিবন্ধনের অজুহাতে জাতীয় পার্টি বা ১৪ দলকে সংলাপে ডাকা উচিত হবে না।”
রাশেদ খান আরও বলেন, বিএনপি বা জামায়াত চাইলে তাদের সঙ্গে জোট করতে চায় জাতীয় পার্টি—এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “জাতীয় পার্টি এখন মৃতপ্রায় দল। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আলোচনায় টিকে থাকার জন্যই তারা এসব কথা বলছে।” তিনি গণমাধ্যমকে জাতীয় পার্টি সংক্রান্ত সংবাদ প্রচার না করার আহ্বানও জানান।
ইসিতে জমা দেওয়া লিখিত আবেদনে গণঅধিকার পরিষদ অভিযোগ করে, আওয়ামী লীগের পতনের পরও তাদের সহযোগী শক্তিগুলো নির্বাচনের নামে নানাভাবে অরাজকতা ও ষড়যন্ত্রে লিপ্ত। তারা দাবি করে, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে সেটি নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে।
দলটি আরও উল্লেখ করে, ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দোসর দলগুলো—জাতীয় পার্টি ও ১৪ দল—দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তাই তাদের কোনো সংলাপে আমন্ত্রণ জানানো হলে তা হবে “ছাত্র-জনতার রক্তের সঙ্গে প্রতারণা।”
আবেদনের শেষে গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়—ফ্যাসিবাদমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জাতিকে নতুন রাজনৈতিক অধ্যায়ের পথে এগিয়ে নিতে।
পাঠকের মন্তব্য