![]()
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, সেদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত এবং শক্ত অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। বডি ওর্ন-ক্যামেরা ক্রয় প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে বলে জানান তিনি।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। বাহিনীগুলোর প্রশিক্ষণ শেষের পথে এবং শিগগিরই তাদের মহড়া অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য