![]()
আশুলিয়ার ইপিজেডে তিনটি কারখানার লে‑অফকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা; পুলিশ টিয়ার সেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করেছে।
সোমবার (১০ নভেম্বর) সকালেই অ্যাকক্টোর, গোল টেক্সট এবং সাউথ চায়না কারখানার শ্রমিকরা ইপিজেড গেটে জড়ো হয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পুলিশের টিয়ার সেল নিক্ষেপে তারা ছত্রভঙ্গ হলে বেশিরভাগ শ্রমিক আবার গেটে এসে আগুন জ্বেলে পাঁচিল সরিয়ে রাস্তা অবরোধ করেন। এক ঘণ্টা সংস্কৃত অবরোধে মহাসড়কে মামুলি যানজট সৃষ্টি হয়; পরে পুলিশ ধাওয়া করে শ্রমিকদের সরে যেতে বাধ্য করে।
শ্রমিকরা অভিযোগ করেছেন, বারবার আলোচনার আশ্বাস দিয়ে বেতন পরিশোধে প্রতিশ্রুতি দিয়ে কোনো ফল হয়নি; টিয়ার সেলের আঘাতে কয়েকজন আহত হওয়ায় তারা রাস্তা অবরোধে বাধ্য হয়েছেন। তারা জানিয়েছে, তাঁদের দাবী পূরণ হলেই অবরোধ তুলে নেওয়া হবে।
পাঠকের মন্তব্য