
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আরও একটি পে কমিশন গঠনের বিষয় আছে, তবে এখনই এ নিয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা প্রক্রিয়াটি শুরু করেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সরকারই নেবে।”
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং চালের দামও বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে খাদ্য বহির্ভূত পণ্যের দাম, বিশেষ করে যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া, বেড়েছে বলে স্বীকার করেন তিনি।
বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে ড. সালেহউদ্দিন বলেন, ইউরিয়া ও টিএসপি সার আমদানি এবং সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য—খাদ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে “সন্তোষজনক” বলে মন্তব্য করেন।
পাঠকের মন্তব্য