![]()
বিএনপি থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় যেসব নেতা বহিষ্কৃত হয়েছিলেন—তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যসহ সব পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকেও পুনরায় প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
পাঠকের মন্তব্য