![]()
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেড তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বেলা পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
পাঠকের মন্তব্য