![]()
একীভূত হতে যাওয়া পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল (৫ নভেম্বর) থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে দায়িত্ব গ্রহণ করবেন।
বুধবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানান।
তিনি বলেন, “ব্যাংকগুলোকে অকার্যকর (নন-ভায়াবেল) ঘোষণা করার পরই বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করেছে। আজ আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর কোম্পানি সেক্রেটারিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।”
গভর্নর জানান, প্রশাসকদের প্রাথমিক দায়িত্ব হবে ব্যাংকগুলোর ব্যবসা সচল রাখা, আইটি সিস্টেমে নজরদারি করা, একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, মানবসম্পদ বিভাগের নিয়ন্ত্রণ নেওয়া এবং শাখাগুলোর কার্যক্রম যৌক্তিকভাবে পুনর্গঠন করা।
তিনি আরও বলেন, একীভূত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি সম্পদমূল্য বর্তমানে ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকার মধ্যে নেমে গেছে। “শেয়ারহোল্ডারদের শাস্তি দেওয়া উচিত ছিল, তবে আমরা তাদের মালিকানা বাতিল করে দিয়েছি,” বলেন গভর্নর।
আহসান এইচ মনসুর আরও জানান, ব্যাংকগুলোতে যারা অনিয়ম ও লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন সংস্থা মামলা করছে। এ ছাড়াও ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে একটি কেন্দ্রীয় নজরদারি কমিটি গঠন করা হবে।
পাঠকের মন্তব্য