
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৬৩টি আসন ইচ্ছাকৃতভাবে ফাঁকা রেখেছে দলটি, মূলত আওয়ামী লীগবিরোধী আন্দোলনে রাজপথের সহযোগী সমমনা দলগুলোর জন্য আসন ভাগাভাগি এবং স্থানীয় পর্যায়ে সম্ভাব্য সংঘাত এড়ানোর কৌশল হিসেবে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আমরা ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করছি। বাকি আসনগুলো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে। তারা প্রার্থী ঘোষণা করলে বিএনপি তাদের সঙ্গে সমন্বয় করবে।”
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কৌশল ও রাজনৈতিক সমন্বয় নিয়েও আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য