নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।
রিপাবলিকান দলের নেতা ট্রাম্প এবার সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট পার্টির সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন,
“আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে। তিনি এই কাজটি করতে পারবেন— মামদানি পারবেন না!”
এর আগেও রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “যদি নিউইয়র্কের নেতৃত্বে একজন কমিউনিস্ট আসে, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমি শহরটিতে ফেডারেল অর্থ পাঠানো কঠিন মনে করব, কারণ সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই হবে।”
‘কমিউনিস্টের চেয়ে খারাপ ডেমোক্র্যাটই ভালো’
ট্রাম্প আরও বলেন, “আমি কুওমোর ভক্ত নই, কিন্তু যদি বিকল্প হয় একজন খারাপ ডেমোক্র্যাট আর একজন কমিউনিস্টের মধ্যে— তবে আমি সর্বদা খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।”
নিউইয়র্কের কুইন্সে বেড়ে ওঠা ট্রাম্পের শহরটির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গভীর। তিনি বলেন, “মামদানি নির্বাচিত হলে ফেডারেল সহায়তা সীমিত থাকবে। প্রয়োজনীয় ন্যূনতম ছাড়া কিছুই দেওয়া হবে না।”
বর্তমানে নিউইয়র্ক সিটি বছরে প্রায় ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পায়। ট্রাম্প প্রশাসন পূর্বে ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলোর অনুদান কমানোর উদ্যোগও নিয়েছিল।
মামদানির পাল্টা জবাব
৩৪ বছর বয়সী জোহরান মামদানি, যিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন, নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতান্ত্রিক’ হিসেবে পরিচয় দেন। তিনি ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেন,
“ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি মানে সিটি হলে তার প্রতিচ্ছবি তৈরি করা নয়। নিউইয়র্কবাসীর মর্যাদার প্রতিচ্ছবি তৈরি করাই আমার লক্ষ্য।”
এক সাক্ষাৎকারে রসিকতা করে মামদানি বলেন, তিনি “একজন স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিকের মতো, তবে একটু বেশি স্পষ্টবাদী।”
নির্বাচনের প্রেক্ষাপট
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যান্ড্রু কুওমো। জনমত জরিপে দেখা গেছে, মামদানি এগিয়ে আছেন, কুওমো দ্বিতীয়, আর রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া তৃতীয় স্থানে।
ট্রাম্প বলেন, “কার্টিস স্লিওয়াকে ভোট মানে মামদানিকেই ভোট দেওয়া।”
‘আমি ট্রাম্পের সঙ্গে লড়েছি’— কুওমো
নিজেকে “ট্রাম্প প্রশাসনের মোকাবিলায় অভিজ্ঞ একমাত্র প্রার্থী” হিসেবে তুলে ধরে কুওমো বলেন,
“আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করেছি এবং আবারও করব। নিউইয়র্কের স্বার্থে আমি কখনও থামব না।”
কোভিড-১৯ মহামারির সময় গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার প্রকাশ্য দ্বন্দ্ব ছিল। যদিও পরবর্তীতে নার্সিং হোমে মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে তিনিও তদন্তের মুখে পড়েন।
বর্তমান নির্বাচনে ট্রাম্পের অঘোষিত জোট ও মামদানির অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা।
সংক্ষিপ্ত শিরোনাম প্রস্তাব
“নিউইয়র্কে মামদানিকে ঠেকাতে কুওমোকে সমর্থন ট্রাম্পের”
“মেয়র নির্বাচনে বামপন্থি মামদানির বিরুদ্ধে ট্রাম্পের তোপ”
“নির্বাচিত হলে ফেডারেল তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের”
পাঠকের মন্তব্য