চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ’-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২০২৬–২৭ মেয়াদের জন্য নির্বাচিত এই ১৯ সদস্যবিশিষ্ট কমিটি আগামী দুই বছর যুক্তরাষ্ট্রজুড়ে প্রাক্তন চুয়েটিয়ানদের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে।
নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে রায়হানুল ইসলাম চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি হিসেবে মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সদস্যরা
নির্বাচিত অন্য পদাধিকারীরা হলেন—
সৈয়দ মঈন, মো. মাওলা দিলু ও জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট),
প্রতাপ চন্দ্র শীল ও লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি),
ইকরামুল বাকী (ট্রেজারার),
মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি),
এহসান জুয়েল (প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি),
মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) এবং
আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)।
এছাড়া সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন—চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশন থেকেই নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর সক্রিয় অংশগ্রহণে ভোটাভুটি সম্পন্ন হয়, যা ছিল গণতান্ত্রিক, উৎসবমুখর ও ঐক্যের প্রতীকী প্রকাশ।
মানবিক দৃষ্টিভঙ্গিতে ঐক্য, সহযোগিতা ও উচ্চশিক্ষা উন্নয়ন
প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এহসান জুয়েল বলেন,
“আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা চিটাগং ইউনিভার্সিটির অ্যালামনাইদের একত্র করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের সহায়তা করা।”
তিনি আরও জানান, নতুন কমিটি দ্রুত বাৎসরিক পরিকল্পনা, কার্যক্রম ঘোষণা ও বাস্তবায়ন শুরু করবে। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে সংগঠনটি মানবিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
ফেডারেশনের ইতিহাস ও ভূমিকা
২০১৭ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত শত শত প্রাক্তন শিক্ষার্থীকে একত্র করেছে।
শুরু থেকেই সংগঠনটি প্রবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে, সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে এবং বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে সক্রিয়ভাবে কাজ করছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও শিক্ষামুখী উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা করছে সবাই।
মানবিক ঐক্যের নতুন দিগন্ত
এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত চুয়েটিয়ানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন প্রবাসীরা।
সংগঠনের নেতারা বিশ্বাস করেন, তাদের এই ঐক্য ও উদ্যোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের একাত্মতার এই ধারাই ভবিষ্যতে “শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহযোগিতার সেতুবন্ধন” হিসেবে নতুন ইতিহাস লিখবে।
পাঠকের মন্তব্য