
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ যাচাইয়ে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু করেছে। কমিশন প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রস্তুত করবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবারও একই বিষয়ে শুনানি নেওয়া হয়।
তদন্ত কমিশনের সদস্য ড. মো. আব্দুল আলীম ও ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন শুনানি পরিচালনা করেন।
তিনদিনের শুনানিতে ঢাকার বিভিন্ন আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে গত তিনটি নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতি সংক্রান্ত অভিযোগ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের, শুক্রবার ঢাকা-১৩ আসনের প্রার্থীদের এবং শনিবার ঢাকা-৮ আসনের নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য শোনা হয়।
উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা ও ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ তৈরির লক্ষ্যে গত ২৯ জুলাই জাতীয় নির্বাচন তদন্ত কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন (ইসি) এই কমিশনকে প্রয়োজনীয় লজিস্টিক ও তথ্য সহায়তা প্রদান করছে।
পাঠকের মন্তব্য