জাতীয় ঐকমত্য কমিশন প্রায় চূড়ান্ত করেছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। সূত্র জানিয়েছে, আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ জমা দেওয়া হতে পারে।
ঐকমত্য কমিশনের একাধিক সূত্র জানায়, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্নমতের বিষয় উল্লেখ থাকবে না। অর্থাৎ, গণভোট হবে কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তার ওপরই।
গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংবিধান সংস্কার প্রতিটি ধারা অনুযায়ী বাস্তবায়িত হবে।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৭টি সংবিধান-সম্পর্কিত। মূলত প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এর মধ্যে ৭টি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্নমত রয়েছে।
পাঠকের মন্তব্য