![]()
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি নয়, তারা আবাবিল পাখির মতো।” তিনি আরও বলেন, “এই জেন-জি প্রজন্ম শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, বরং তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে দিয়েছে।”
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, “ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের বিশাল ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল, কিন্তু জেন-জি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। একশ বছরে এমন পরিবর্তন বিরল।”
তিনি আরও বলেন, “আগে সাংবাদিকতা তোষামোদির শিল্পে পরিণত হয়েছিল। প্রশ্ন করার পরিবর্তে প্রশংসা করা হতো। অথচ জেন-জি প্রজন্ম সেই ভীতি ভেঙে দিয়েছে—তারা সোজাসাপ্টা সংলাপের মাধ্যমেই সত্য তুলে ধরেছে।”
জুলাই বিপ্লবে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, “জেন-জি প্রজন্মের নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। যাদের আমরা ফার্মের মুরগি বলতাম, তারা আসলে আবাবিল পাখির মতো—তারা শুধু ফ্যাসিবাদ ভেঙে দেয়নি, দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছে।”
তিনি নয়া দিগন্ত-কে উদ্দেশ্য করে বলেন, “নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝে তাদের সঙ্গে অভিযোজনের মাধ্যমে চলতে হবে। তা না হলে এ পত্রিকার পরিণতি ইত্তেফাক-এর মতো হতে পারে। এখন গণমাধ্যমের দায়িত্ব অতীতের ভয়, গুম, দমন-পীড়নের সংস্কৃতি প্রকাশ করা, যাতে ইতিহাস পুনরাবৃত্তি না ঘটে।”
পাঠকের মন্তব্য