
জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
আজ মঙ্গলবার মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক আদালতে এই আবেদনের পর শুনানি শেষে আদালত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১১ নভেম্বর বিজ্ঞপ্তি দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
এদিন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেন। অপর আসামিরা পলাতক থাকায় তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি জুম মিটিংয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা এবং বর্তমান সরকারকে উৎখাতের আহ্বান জানানো হয়। এ সময় দেশ-বিদেশের ৫৭৭ জন অংশগ্রহণকারী গৃহযুদ্ধের মাধ্যমে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত চার্জশিট গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পাঠকের মন্তব্য