নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ফ্রান্সের উচ্চমানের শিক্ষাগত মান, সাশ্রয়ী টিউশন ফি ও বহুসাংস্কৃতির পরিবেশের বিষয়টি তুলে ধরেছেন।
ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘চুজ ফ্রান্স ট্যুর’ উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি বলতে সক্ষম এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ইংরেজিতে পরিচালিত কোর্সের সংখ্যা ক্রমবর্ধমান। তিনি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় ফরাসি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা। ঢাকা পর্বের পর মঙ্গলবার চট্টগ্রামে একই আয়োজন সম্পন্ন হবে, যেখানে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রদূত জানান, গত বছর ১০টি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে অংশ নিয়েছিল, আর এ বছর তা বেড়ে ১২টি, যা দুই দেশের শিক্ষাগত সহযোগিতার ক্রমবর্ধমান ধারা প্রতিফলিত করে। শিক্ষার্থীদের ফরাসি ভাষা শিক্ষার পাশাপাশি ইংরেজিতে পরিচালিত প্রায় ১,৭০০টি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসা, ব্যবস্থাপনা, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান ও শিল্পকলার মতো বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে পারবে। রাষ্ট্রদূত শিক্ষার্থীদের ক্যাম্পাস ফ্রান্সের পরামর্শমূলক পরিষেবাগুলো ব্যবহার করতে উৎসাহিত করেন।
পাঠকের মন্তব্য