প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী ও স্বপ্নবান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, “অনেকে বলে তরুণরা ভবিষ্যৎ, আমি বলি—তরুণরাই বর্তমান।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, প্রযুক্তি তোমাদের নতুন প্রজন্মকে ‘সুপারহিউম্যান’-এ পরিণত করেছে। এখন নিজেকে প্রশ্ন করো—আমি কেমন বিশ্ব গড়তে চাই?”
সাক্ষাতে ইউনূস তরুণ প্রতিনিধিদের সঙ্গে জুলাই অভ্যুত্থান, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আসন্ন নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন। তিনি জানান, “জুলাই বিপ্লবের পর আমরা ইতোমধ্যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছি এবং জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছি—যা হবে ইতিহাসে এক অনন্য মুহূর্ত।”
তিনি তরুণদের বাংলাদেশ ঘুরে দেখার আহ্বান জানিয়ে বলেন, “এ দেশের প্রতিটি দেয়াল তরুণদের স্বপ্ন ও প্রতিরোধের গল্প বলে।”
পাঠকের মন্তব্য