‘উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) নিতে চান—এ প্রশ্নের জবাব নাহিদ ইসলামকেই দিতে হবে।’ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, “উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করছেন, এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন,
“সব রাজনৈতিক দলের মতো নতুন রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো একটি ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি কোনো দুঃখবোধ থেকে বলেছেন—সেটি তিনিই পরিষ্কার করবেন। তিনি যদি কখনো পরিষ্কার করেন, তখন সেটি নিয়ে সরকারের বক্তব্যের সুযোগ আসবে। এর আগে সরকারের কিছু বলার সুযোগ নেই।”
তিনি আরও বলেন,
“নাহিদ ইসলামের বক্তব্য তাকেই খণ্ডন করতে হবে, আমার নয়। বক্তব্যটা যদি সুনির্দিষ্ট হতো, হয়তো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসত। এটি হয়তো একটি মতামত, কোনো আনুষ্ঠানিক দাবি নয়। তাই সরকারের পক্ষে মন্তব্য করার সুযোগ নেই।”
উপদেষ্টাদের কেউ কি সত্যিই ‘এক্সিট’ খুঁজছেন—এমন প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন,
“আমি একদমই কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়ঝঞ্ঝা এসেছে। সেসব প্রতিহত করে বাংলাদেশেই থেকেছি। বাকি জীবনও এই দেশেই কাটাব।”
সরকারের অভ্যন্তরে নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে কোনো আলোচনা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন,
“রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত সরকার বিষয়ে কথা বলছেন—এটাই তো গণতন্ত্রের চর্চা। এখন প্রতিটি মন্তব্য নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া জানাই, তাহলে মন্ত্রণালয়গুলো কে চালাবে? আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে সরকার অবশ্যই বক্তব্য দেবে, কিন্তু অনানুষ্ঠানিক মন্তব্যের ভিত্তিতে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়।”
নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“দেশের পরিস্থিতি স্থিতিশীল আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এ কথা শুধু অন্তর্বর্তী সরকারই বলেনি, সব রাজনৈতিক দলও তাদের কার্যক্রম সে অনুযায়ী শুরু করেছে। সুতরাং এখন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।”
পাঠকের মন্তব্য