স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ উত্থাপন ও শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টার বিরূপভাবে উপস্থাপনার সংবাদ পাওয়ার সঙ্গে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনার যোগসূত্র রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার নজরদারি এবং পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। এ বছর সারাদেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ সম্পর্কিত মেডিকেল রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং পাহাড়ের সাধারণ জনগণের সহায়তায় পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করা হয়েছে। ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম।
পাঠকের মন্তব্য