সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামীকালের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা নেই। আদালত স্পষ্ট বলেছেন, নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হবে না, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।
আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন। ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকলেও বিসিবি নির্বাচনের পথ সুগম হলো।
বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানান, ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সই করা চিঠি বহাল থাকলেও, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো জটিলতা নেই।
উল্লেখ্য, বিসিবির ২৫ জন নির্বাচিত পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচন হয়। এবার কাউন্সিলর মনোনয়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, যা আদালতে গড়ায়। তবে আজকের আদেশে পরিষ্কার হয়েছে, আগামীকাল নির্ধারিত সময়েই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য