ইসরায়েলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আসন্ন বৈঠকের প্রাক্কালে তেল আবিবে শনিবার হাজারো মানুষ গাজা যুদ্ধের অবসান ও একটি সমন্বিত চুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’-এ একত্রিত বিক্ষোভকারীরা বড় ব্যানারে লেখা ছিল—‘সকল জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আন’। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যমতে ইসরায়েলি হামলায় গাজায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। বিক্ষোভে একই সঙ্গে পরিবারের সদস্যরা বন্দিদের মুক্তি ও দ্রুত যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক নেতাদের কাছে আহ্বান জানায়; কেউ কেউ ট্রাম্পকে নেতানিয়াহুর ওপর চাপ কার্যকর করার অনুরোধও করেন। তবে ইসরায়েলের কট্টরবাদী রাজনৈতিক জোটের একাংশ চুক্তির বিরোধিতা করে বলেছে, হামাসকে পুরোপুরি পরাজিত না করে যুদ্ধ থামানোর অধিকার নেই—একই পরিস্থিতিই নেতানিয়াহুর সরকারের সামনে জটিলতা তৈরি করছে।
গাজা যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ

পাঠকের মন্তব্য