প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে যাত্রা শুরু হয়েছে, তা সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় ঘটবেই। বাংলাদেশ অগ্রসর হবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করি।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় স্বর্গ থেকে মর্ত্যে আসেন, ভক্তদের কল্যাণ সাধন করেন এবং অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা ঘটান। এই মহিমান্বিত তাৎপর্যই শারদীয় দুর্গোৎসবকে করেছে অনন্য।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অনন্য সম্প্রীতির দেশ। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রেখে এবারের দুর্গাপূজাও সারাদেশে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
তিনি বলেন, শান্তি, সাম্য ও মৈত্রী সব ধর্মের মূল বার্তা। মানুষের কল্যাণই প্রতিটি ধর্মের শিক্ষা। তাই প্রত্যেকে নিজের ধর্ম যথাযথভাবে পালন করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব।
পাঠকের মন্তব্য