যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে।
বৈঠকে দানিলো তুর্ক অধ্যাপক ইউনূসকে সংগঠনের সদস্য হওয়ার আমন্ত্রণ জানান। তিনি ক্ষুদ্রঋণের ক্ষেত্রে ইউনূসের পথপ্রদর্শক ভূমিকা এবং এর বৈশ্বিক প্রভাবের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন—
“আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব।”
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ
বাংলাদেশে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ টেনে দানিলো তুর্ক বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। তার মতে, এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন।
তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রকে উৎসাহিত করার প্রচেষ্টার প্রশংসা করেন।
ইউনূসের প্রতিক্রিয়া
প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন—
“আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল।”
ক্লাব ডি মাদ্রিদ কী?
ক্লাব ডি মাদ্রিদ হলো বিশ্বের সবচেয়ে বড় ফোরাম, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সমন্বয়ে গঠিত। তাদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানবকল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণই এর মূল লক্ষ্য।
বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য