ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দর সোমবার অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়েছে। ঘটনায় প্রায় ১৫টি ফ্লাইটের পথ পরিবর্তন করতে হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন জানান, সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে না পারে। পুলিশ জানায়, তিন থেকে চারটি বড় ড্রোন বিমানবন্দরের উপর দিয়ে উড়তে দেখা গেছে।
ডিউটি অফিসার অ্যানেট ওস্টেনফেল্ড বলেন, পুলিশ তদন্ত চালাচ্ছে, তবে ড্রোনগুলো সামরিক না বেসামরিক তা এখনও নিশ্চিত নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।
পাঠকের মন্তব্য