প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
ইউনূস বলেন, দেশ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর তাঁর নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভ্রান্ত তথ্য প্রতিরোধসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে মার্কিন পক্ষ জীবনরক্ষাকারী সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।
তিনি আরও বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে আন্তরিক প্রচেষ্টা চলছে এবং আসিয়ানে যোগদানের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায়। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে সার্জিও গোরকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।
পাঠকের মন্তব্য